ক্রিপ্টোকারেন্সিতে আগ্রহ থাকলে এই নতুন কারেন্সি দেখতে পারেন। এখন মাইন করে কিছু ফ্রিতে সংগ্রহ করে রাখতে পারেন। ফোন থেকেই মাইন করা যায় এবং খুব কম রিসোর্স নেয় জন্য চার্জে কোন পার্থক্য চোখে পরেনি। নিচের রেফারেল লিঙ্ক থেকে জয়েন করতে পারেন তাতে দুজনেই কিছু বোনাস পাবো। আশাকরি একদিন কয়েনগুলো অনেক দামী হয়ে যাবে।
এই অ্যাপে প্রতিদিন কী কী কাজ করতে হবে? আপনাকে প্রতি ২৪ ঘণ্টা পর পর একবার এপে প্রবেশ করে মাইনিং বাটনে (⚡⚡⚡) ক্লিক করতে হবে,এতে আপনার ডেইলি মাইনিং হতে থাকবে এবং টোটাল পাই কয়েন বাড়তেই থাকবে, যেটা স্ক্রিনের সবচেয়ে উপরে দেখাবে। আপনি যদি ২৪ ঘণ্টা পর পর মাইনিং বাটনে ক্লিক না করেন তবে আপনি ইন-অ্যাক্টিভ হয়ে পরবেন এবং আপনার মাইনিং থেমে যাবে যতক্ষণ না আপনি আবার অ্যাপে প্রবেশ করে মাইনিং চালু না করেন। আপনি যদি নিজের আর্নিং স্পিড বাড়াতে চান তবে সেটা দুইভাবে বাড়াতে পারেন। প্রথমত, নিজের ইনভাইটেশন কোড দিয়ে নতুন মেম্বারকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসলে। ওরা যদি অ্যাক্টিভ থাকে তবে আপনার মাইনিং স্পিড বাড়বে। দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি যখন টানা ৩ দিন নিজের মাইনিং পূর্ণ করবেন তখন আপনার পাই এপের "কন্ট্রিবিউটর রুল" খুলে যাবে। সেখানে যখন আপনি ৫ জন পরিচিত ব্যক্তিকে নিজের "সিকিউরিটি সার্কেলে" যুক্ত করবেন তখন আপনার মাইনিং স্পিড আরো বেড়ে যাবে। আপনি "পাই নেটওয়ার্ক" এ একদম নতুন? এইমাত্র অ্যাকাউন্ট খুলেছেন? অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য সর্বপ্রথম কী কী করতে হবে বুঝতে পারছেন না?
★ হোম স্কিনের "রিভিউ নেইম" অপশনে ক্লিক করে সবার আগে নিজের নামটা ঠিক করুন। আপনার পাই অ্যাকাউন্টের নাম অবশ্যই আপনার অফিশিয়াল ডকুমেন্টস (পাসপোর্ট/NID/ড্রাইভিং লাইসেন্স) এ বর্ণিত নামের মতো হতে হবে। নামের বানান/স্পেলিং সবকিছু একদম ঠিক রাখুন। আপনার ডকুমেন্টস এ যদি উভয় স্পেলিং এর নাম থাকে যেমন:- (ইংরেজি + বাংলা অক্ষরের) তাহলে উভয় প্রকারের নাম দিন। উপরের বক্সগুলোতে ইংরেজি নাম আর নিচের "নেটিভ স্পেলিং" এ বাংলা ভাষা সিলেক্ট করে বাংলা নাম। ★ নাম পরিবর্তনের সুযোগ কেবলমাত্র একবারই পাবেন সুতরাং বুঝে-শুনে আপনার সঠিক ডকুমেন্টেড নামটি দিন এবং সবার শেষে নিজের ইমেইল সাবমিট করুন। ★ প্রোফাইল অপশনে গিয়ে আপনার পাই অ্যাকাউন্টকে নিজের ফেইসবুক আইডি এবং ফোন নাম্বার (ম্যানুয়ালি) দিয়ে ভেরিফাই করে রাখুন, অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য। মোবাইল ভেরিফিকেশনে প্রব্লেম হলে জাস্ট ফেইসবুক আইডি ভেরিফাই করে রাখুন। যেকোনো একটি ভেরিফিকেশন যথেষ্ট। ★ প্রতি ২৪ ঘণ্টা পর পর একবার মাইনিং বাটনে (⚡⚡⚡) ক্লিক করে আপনার মাইনিং চালু রাখুন। ★ "পাই নেটওয়ার্ক" সম্পর্কে নিজের জানার পরিধি বৃদ্ধি করুন। পাই নেটওয়ার্ক এর FAQ পেইজ আর "White Paper" পেইজ পড়ে এই অসাধারণ প্রজেক্ট এর খুটিনাটি বিষয় সম্পর্কে নিজে জানুন এবং অপরকে জানান।